![সহীহ ফিকহুস সুন্নাহ সহীহ ফিকহুস সুন্নাহ](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhF5Zi3QpuR0razwrD1ooQSuCsdwN9n31WaPG5sX8rTKi91ssWKJeHXdCKUPE6ppPlmcWBvvo-iTJnO0z-xETFFe8eIJWqj2jk2V-Q5FxcKtQrtyMHv8pwBDXanbEqixoum7c1nkpzsiwo/s1600/fikhus+sunnah-500x500.jpg)
সহীহ ফিকহুস সুন্নাহ
সহীহ ফিকহুস সুন্নাহ
ইসলামী জ্ঞানের নির্যাস হলো ফিকহ। মুসলিমদের জীবন চলার পূর্ণাঙ্গ বিধানগুলোর চুম্বক অংশ লিপিবদ্ধ থাকে ফিকহ। ফিকহুল ইসলামী রচিত হয় কুরআন ও সুন্নাহর আলোকে। কিন্তু অধিকাংশ ফিকহ গ্রন্থ রচিত হয় কোন না কোন মাযহাবের ভিত্তিতে। এরফলে কুরআন সুন্নাহ পরিপন্থী বিষয়ও এতে থেকে যায় । এর ফলে সুন্নাহ অনুসরণকারীরা বিভ্রান্ত হয়। এই অসুবিধা দূর করতেই আবূ মালিক কামাল বিন আস-সাইয়্যিদ সালিম লিখেছেন ‘সহীহ ফিকহুস সুন্নাহ” যা নির্দিষ্ট কোন মাযহাবের আলোকে লেখা নয়। এটির অনন্য বৈশিষ্ট্য হলো এটি দলীল ভিত্তিক এবং বিভিন্ন মাযহাবের উদ্ধৃতি উল্লেখ সাপেক্ষে রচিত। সেই সাথে আধুনিক আলেমগণ যেমন শাইখ নাসিরুদ্দীন আলবানী, শাইখ আব্দুল আযীয বিন বায, শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন প্রমুখ এর ফিক্বহী পর্যালোচনাও যুক্ত করা হয়েছে। বইটি অনুবাদ করেছেন মাইনুল ইসলাম (মঈন)। এটি প্রকাশ করেছে সালাফী রিসার্চ ফাউন্ডেশন।
বইটি ডাউনলোড করুন
(১ম খন্ড) [15.26 MB]
বিভিন্ন ফতোয়া পড়তে এখানে ক্লিক করুন।
কৃতজ্ঞতায়: ওয়ে টু জান্নাহ